প্রধানমন্ত্রীকে ভারতীয় হাইকমিশনার, ঢাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় দিল্লি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রণয় ভার্মা বলেছেন, ‘প্রতিবেশী দেশগুলোর জন্য নীতি থাকায় ভারত সবসময় বাংলাদেশকে যে কোনো বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।’ বাংলাদেশকে ভারতের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য এবং যোগাযোগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ অঞ্চলে সন্ত্রাস দমনে দুই দেশ একসঙ্গে কাজ করবে।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি। সন্ত্রাসের কোনো ধর্ম ও সীমানা নেই। আওয়ামী লীগ কখনও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না এবং এ দেশের মাটিকেও এ উদ্দেশ্যে ব্যবহার করতে দেবে না।’
তিনি বলেন, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত সব সমস্যার সমাধান করতে পারে। এ সময় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে শেখ হাসিনা ও প্রণয় ভার্মা উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সহজ করার বিষয়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা করেন। প্রণয় ভার্মা বলেন, ‘ভারত বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা দেবে।’
এ সময় অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত :প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ব্রিফিংয়ে বলেন, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং কার্যক্রম পরিচালনায় কিছু নির্দেশনা দেন। সভায় ট্রাস্টের সদস্য নুর-ই আলম চৌধুরী লিটন, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.