পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

 ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়েছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। আজ শনিবার (২৮ আগস্ট) দপ্তরটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার মিয়া।

তিনি জানান, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ন। মাছ উৎপাদনে বিশ্বে বাংলদেশের অবস্থান দ্বিতীয় আর ইলিশ উৎপাদনে প্রথম। গ্রামীণ জনগোষ্ঠির আমিষের ৬০ % যোগান দেয় মাছ। এবছর কোভিড-১৯ পরিস্থিতির কারনে স¦াস্থ্যবিধি অনুসরনপূর্বক আমরা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করতে যাচ্ছি। আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে, পোনামাছ অবমুক্তকরন, মৎস্যখাতে সরকারের অগ্রগতি তুলে ধরে মত বিনিময, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষী ও উপকারভোগিদের মধ্যে মৎস্য চাষের উপকরন বিতরণ।

এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মো. শফিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.