পাঁচ তারকা হোটেলে থেকে বিল না দিয়ে পলায়ন, শ্রীলঙ্কায় সন্ন্যাসী গ্রেপ্তার

১৮ দিন ধরে রাজধানী কলম্বোর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করে হোটেলের বিল না দিয়ে পালিয়ে যাওয়ায় শ্রীলঙ্কার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) দেশটির একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, তিনি মাহিয়াঙ্গানা এলাকার এক মন্দিরের সন্ন্যাসী। তিনি গত ৩১ আগস্ট হোটেলটিতে চেক ইন করেছিলেন এবং সেখানে কমপক্ষে ১৮ দিন অবস্থান করেছিলেন।

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানায়ঃ ওই সন্ন্যাসী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং হোটেলকে জানিয়েছিলেন যে, নিজের স্বাস্থ্য ভালো হয়ে গেলে হোটেলে থাকার জন্য নির্ধারিত চার্জ (৫২৭,৮২০ শ্রীলঙ্কান রুপি) পরিশোধ করবেন।

কিন্তু, সন্ন্যাসী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাহিয়াঙ্গানায় তার মন্দিরে যাওয়ার সময় হোটেলের চার্জ পরিশোধ না করলে হোটেল ম্যানেজমেন্ট সিআইডির কাছে অভিযোগ করে। সে অনুযায়ী সিআইডি ওই মন্দির থেকে সন্ন্যাসীকে গ্রেফতার করে। আদালতে হাজির করার পর তাকে ১১ নভেম্বর পর্যন্ত রিমান্ডের অনুমতি দেওয়া হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.