‘দুনিয়া জিতে ফেলেছি ব্যাপারটা এমন নয়’

ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সফরে টেস্টে হোয়াইটওয়াশ আর টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারলেও ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ টানা ১১ ম্যাচেই একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে বাংলাদেশ।

৩-০ ব্যবধানে সিরিজ জিতেও খুশি নন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

উচ্ছ্বাসে ভাসার কোনো কারণও দেখছেন না এ ওপেনার।

তামিম বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়গুলোকে খুব উঁচুতে রাখতে চাই না। এ নিয়ে খুব বেশি রোমাঞ্চিত না।’ তিনি বলেন, ‘কারণ উইকেটে স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা ছিল। এই জয় দিয়ে দুনিয়া জিতে ফেলেছি ব্যাপারটা এমন নয়। ভালো উইকেটে খেলা হলে আমাদের আরও ভালো খেলতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ঢাকায় ফিরে মাত্র ২ দিনের বিশ্রাম পাবে টাইগাররা। উড়ে যেতে হবে জিম্বাবুয়ে সফরে।

সাকিব আল হাসান ছাড়া বাকি সবাই রয়েছেন টিম ম্যানেজমেন্টের তালিকায়। সাকিব যাবেন ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে।

জিম্বাবুয়ের বিপক্ষে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

সেই সফর নিয়ে নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছেন তামিম।

You might also like

Leave A Reply

Your email address will not be published.