দিল্লিতে বাইক ট্যাক্সি নিষিদ্ধ ঘোষণা

দিল্লিতে বাইক ট্যাক্সি নিষিদ্ধ করলো সরকার। পরিবহন সংক্রান্ত আইন না মানার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

দিল্লি সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইক দিয়ে এই ট্যাক্সি সার্ভিস চলছিল। কিন্তু পরিবহন নিয়ম অনুসারে ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইক এরকমভাবে ব্যবসায়িক কাজে লাগানো যায় না। বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে নন ট্র্যান্সপোর্ট নম্বরযুক্ত বাইক ব্যবহার করা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এরপরেও যদি রাস্তায় বাইকট্যাক্সি দেখা যায়, তাহলে প্রথমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধের জন্য জরিমানার পরিমাণ হবে দশ হাজার টাকা। তাছাড়া যে সংস্থার হয়ে বাইক চালানো হচ্ছিল, তাদের এক লাখ টাকা জরিমানা করা হবে। চালকের লাইসেন্সও তিন বারের জন্য বাতিল করা হবে।

দিল্লিতে ওলা, উবার ও রেপিডো মূলত এই পরিষেবা দিত। এই পরিষেবা বন্ধ হওয়ার ফলে প্রচুর যাত্রী অসুবিধায় পড়বেন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট মুম্বইতে রেপিডোর বাইক ট্য়াক্সি বন্ধ করার নির্দেশ দিয়েছে। কারণ, তারা কোনোরকম লাইসেন্স ছাড়াই এই পরিষেবা চালু করেছিল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.