তরুণ উদ্যোক্তারাই দেশ পরিবর্তনের হাতিয়ার: তথ্যমন্ত্রী

জুনিয়র চেম্বার সদস্যদের দেশ বদলে দেওয়ার স্বপ্ন দেখার আহবান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা সবকিছুর পরিবর্তন চাই। তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তরুণরাই দেশ পরিবর্তন করতে পারে।’

শনিবার (৪ মার্চ) রাতে চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর চেইন হেন্ডওভার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, পৃথিবীতে কোনো কিছুই বাধা নয়। যার প্রচণ্ড ইচ্ছাশক্তি আছে, তিনি সব বাধা অতিক্রম করতে পারেন। ইচ্ছা, প্রচেষ্টা সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলেছে। দারিদ্রত্যা, ভালো চেহারা না থাকা- এটা এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।’

তিনি আরও বলেন, ‘কোন কালেই কোন বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি। সব সূচকে আমরা এগিয়ে গেছি। ভারতকে অতিক্রম করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন উদ্যোক্তা অনেক, তাদের কাছে নতুন নতুন ধারণা আছে। অনেকে ই-কমার্সের সঙ্গে কাজ করছেন। তরুণরা উদ্যোক্তা হয়ে এগিয়ে আসুক, তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক এটাই আমরা চাই।’

অনুষ্ঠানে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘এখানে অনেক তরুণ উদ্যোক্তা আছেন, যাদের চোখের দিকে তাকালে আমি আশার আলো খুঁজে পাই। গত ১১ বছরে জেসিআই অনেক দূর এগিয়েছে। তরুণদের নিয়ে তরুণদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে জেসিআই। এখানে যারা কাজ করছেন সবাই ডায়নামিক। সবাই নিজের পকেটের টাকা খরচ করে কাজ করে যাচ্ছেন। সবাই সফল উদ্যোক্তা। আমরা তারুণ্যের শক্তি দিয়ে তরুণদের জীবন মান উন্নয়নে কাজ করে যাবো।’

এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জেসিআইয়ের ফার্স্ট প্রেসিডেন্ট শান সাহেদ, গিয়াস উদ্দীনসহ জেসিআইয়ের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.