ঢাবির ‘ক’ ইউনিটে ফেল ৮৯ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ বুধবার (৩ নভেম্বর)।

পরীক্ষায় অংশগ্রহণকারী ৯৪ হাজার ৫০৫ জনের মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও সাত বিভাগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।

অথবা, যেকোনো মোবাইল অপারেটর থেকে DU Ka roll টাইপ করে 16321 নম্বরে send করে ফিরতি এসএমএসে রেজাল্ট জানতে পারবেন।

এর আগে, ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছিল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.