চিনির দাম নতুন করে নির্ধারণ করল সরকার

চিনির দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে প্রতিকেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা নির্ধারণ করা হয়।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারে চিনির নতুন দাম নির্ধারণ করা হলো।

বাজারে বছরের বড় অংশ জুড়ে প্রতিকেজি ৬০ টাকা থেকে ৬৫ টাকার মধ্যে ছিল চিনির দাম। তবে গত আগস্টের শুরু থেকে চিনির দাম বাড়তে থাকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামন এ বিষয়ে জানান, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি।  এখন থেকে খোলা বাজারে প্রতিকেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি করতে হবে।

চিনি বিপণনকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.