কর্নাটকে মুসলমানদের ৪ শতাংশ কোটা বাতিলের ঘোষণা

ভারতের কর্নাটক রাজ্যে চাকরি ও শিক্ষা খাতে মুসলিমদের জন্য যে চার শতাংশ কোটা চালু রয়েছে তা বাতিলের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসভরাজ বম্মাই। বিজেপিশাসিত রাজ্যটিতে নির্বাচনের কয়েক মাস আগে এমন ঘোষণাকে উদ্দেশ্যমূলক বলছেন সংবাদ বিশ্লেষকরা। খবর: এনডিটিভি’র।

শুক্রবার কর্নাটকের মুখ্যমন্ত্রী শিক্ষা ও সরকারি চাকরির বিশেষ কোটা ব্যবস্থায় নতুন দুটি ধারা যুক্ত করার ঘোষণা দেন। বক্কালিগা ও লিঙ্গজাতদের মাঝে দুই দুই করে চার শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। আর অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী (ওবিসি) মুসলিমদের চার শতাংশ বাতিল করা হয়।

বক্কালিগা ও লিঙ্গজাত গোষ্ঠীসহ পঞ্চমাসালিস এবং বীরাসাইবা গোষ্ঠীর সুবিধা ৫ শতাংশ থেকে ৭ শতাংশ করা হয়েছে।

রাজ্যটিতে নতুন ঘোষণার ফলে সরকারি চাকরি ও শিক্ষা খাতের বিশেষ সুবিধাপ্রাপ্তদের সংখ্যা বেড়ে ৫৬ শতাংশে দাঁড়াল, অথচ রাজ্যটিতে এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বেধে দেওয়া ৫০ শতাংশ আইন রয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.