করোনার দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি শুরু ৭ সেপ্টেম্বর

আগামী ৭ সেপ্টেম্বর থেকে করোনার দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি শুরু হবে। রবিবার দুপুরে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে। একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অনেকখানি কমেছে। গতকাল ১০ শতাংশের নিচে এসে দাঁড়িয়েছে, সেটি আমাদের জন্য স্বস্তির সংবাদ।

তিনি বলেন, যেভাবে সংক্রমণের রাশ টেনে ধরা হয়েছে- সেটি যদি অব্যাহত থাকে, তা হলে আশা করতে পারি সেপ্টেম্বরের রোগীর সংখ্যা কমে আসবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.