এই প্রথম পাকিস্তানকে সাহায্য করছে বিজেপি সরকার

বন্যাবিধ্বস্ত ভারতের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এই দশকের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। বন্যায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে, না খেতে পেয়ে চরম দুর্দশায় বন্যাদুর্গতরা। প্রথমবার এটা নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদি টুইট করে প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে জানান, এই বিপর্যয় দেখে তিনি ব্যথিত। তার আশা, দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে যে তারা জানতে পেরেছে, এক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানকে এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সাহায্যের হাত বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারা এ নিয়ে ফের আলোচনা করবেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর এই প্রথমবার ভারত পাকিস্তানকে প্রাকৃতিক দুর্যোগের কারণে সাহায্য করতে যাচ্ছে। এর আগে ২০১০ সালের ভয়াবহ বন্যা এবং ২০০৫ সালের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির জন্য পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আগের ইউপিএ সরকার।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১,১০০ জন প্রাণ হারিয়েছেন। দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যত দেউলিয়া সরকার সাহায্যের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন করেছেন। দেশের ৩ কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন যা দেশের মোট জনসংখ্যার এক-সপ্তাংশ। এর আগে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে সবজি, ভোজ্যদ্রব্য আমদানি করা যেতে পারে। কারণ বন্যায় দেশের বহু জায়গায় ফসল নষ্ট হয়ে গিয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.