ইসরাইলের নির্বাচনে জয়লাভ: নেতানিয়াহুকে মোদির অভিনন্দন
ইসরাইলের জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার উগ্র ডানপন্থী জোটসঙ্গীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আল জাজিরা জানাচ্ছে- ১২০ আসনবিশিষ্ট দেশটির পার্লামেন্ট নেসেটে তারা ৬৪টি আসন পেয়ে সরকার গঠন করতে পারার মতো শক্তি অর্জন করেছে। জয়ের পর ‘বন্ধু’ সম্বোধন করে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদি লিখেছেন, “বন্ধু নেতানিয়াহুকে নির্বাচনে সাফল্যের জন্য অভিনন্দন। ভারত-ইসরাইলের কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টা বজায় রাখতে উন্মুখ হয়ে আছি।”
ওই টুইটে ইসরাইলের সম্ভাব্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ট্যাগও করেছেন নরেন্দ্র মোদি।