ইমরানের সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড রেগুলেরটরি অথরিটির পক্ষ থেকে শনিবার এ বিষয়ে নোটিশ ইস্যু করা হয়েছে বলে ডন জানিয়েছে।

নোটিশে বলা হয়, ইমরান তার লংমার্চ বক্তৃতার সময় হত্যা পরিকল্পনার ভিত্তিহীন অভিযোগ তুলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এ ধরনের কনটেন্ট প্রচারিত হলে জনগণের মধ্যে ঘৃণা ছড়াতে পারে। এছাড়া এসব বক্তব্য দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

ইমরান খানের সংবাদ সম্মেলন প্রচারিত হলে গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুশিয়ারিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরানকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অল্পের জন্য রক্ষা পান তিনি।

ইমরান খান বলেন, বৃহস্পতিবার তাকে লক্ষ্য করে চালানো হামলার সময় তার পায়ে চারটি গুলি লেগেছে। আগেই তিনি জানতেন তার ওপর হামলা হবে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.