২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের শারীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় জন। তবে এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।
সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। এ সময়ে কারও মৃত্যু না হলেও ছয়জন সুস্থ হয়েছেন।
রোববার (৮ জুন) চার জনের নমুনা পরীক্ষায় তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। অর্থাৎ দিনের ব্যবধানে শনাক্ত সংক্রমণ বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৭৬ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Comments are closed.