১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ‘বি’ ইউনিটের পাসের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ। শিক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। সোমবার (৫ মে) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
গত শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এ ছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৬৪ জন ভর্তি–ইচ্ছুক। ‘সি’ ইউনিটের ফলাফল গত ২৮ এপ্রিল প্রকাশ করা হয়।
Comments are closed.