১০ টাকায় শিক্ষার্থীদের জন্য রবীন্দ্র-বঙ্কিমের বই!

‘১০ টাকায়’ শিক্ষার্থীদের জন্য রবীন্দ্র-বঙ্কিম-জীবনানন্দের বই
টাঙ্গাইলে মাত্র ‘১০ টাকায়’ বই বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন। আর এই উদ্যেগের অংশ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও জীবনানন্দ দাশসহ বিখ্যাত লেখকদের বই মাত্র ১০ টাকায় বিক্রি করা হয়েছে। এতো অল্প দামে বিখ্যাত লোকদের লেখা বই পড়ার সুযোগ পেয়ে তাই খুশি পাঠকরা।

মূলত, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত শহিদ মিনার চত্বরে শতাধিক শিক্ষার্থী ১০ টাকায় বই কিনতে পেরেছেন।

এই আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’, ‘দুই বোন’, ‘সেজুতি’, ‘চতুরঙ্গ’, ‘মালঞ্চ’, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’, ‘চন্দ্রনাথ’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুন্ডলা’, জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’, জাহানারা ইমামের ‘জীবনমৃত্যু’, আল মাহমুদের ‘প্রেমপত্র পল্লবে’র মতো বই ছাড়াও বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ে নিয়ে লেখা বিভিন্ন লেখকদের বইও স্থান পেয়েছিলো।

১০ টাকায় পছন্দের বই কিনতে পেরে আনন্দিত শিক্ষার্থী মরিয়ম আক্তার। তিনি বলেন, ‘একেক বইয়ের একেক দাম হয়। অনেক টাকা দিয়ে অধিকাংশ সময় পছন্দের লেখকের বই কেনা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এখন পছন্দের লেখকদের বই মাত্র ১০ টাকায় কিনতে পেরেছি। আমাদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।’

শিক্ষার্থী আহনাফ তাসিন বলেন, ‘বই কিনতে পেরে খুবই ভালো লাগছে। এতো কম দামে ভালো বই পাবো কখনো চিন্তাও করিনি।’

‘১০ টাকায় বই’ কর্মসূচির উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘শহরের পাঠাগারে শিক্ষার্থীদের পদচারণা কম। তারা এখন ইন্টারনেটে আশক্ত। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুপ্রেরণা যোগাতে আমাদের এ উদ্যোগ। নিজ খরচে প্রায় ৯ হাজার টাকার বই এনেছি। ১০০-১২০ টাকার বই আমরা মাত্র ১০ টাকায় বিক্রি করছি। শিক্ষার্থীরা বই পড়ায় আগ্রহী হলেই আমাদের উদ্যোগ স্বার্থক হবে।’

তিনি আরও বলেন, ‘অন্তত মাসে একবার আমরা ১০ টাকায় বই বিক্রি করবো। এবার শতাধিক বই থাকলেও আগামীতে বইয়ের সংখ্যা বাড়বে। বিত্তবানরা এগিয়ে এলে আরো বড় পরিসরে এই আয়োজন করতে চাই আমরা।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.