হজ শেষে মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর এরপরই মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন হাজিরা। সেখান থেকে পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন উপহার কিনছেন। সঙ্গে হজের স্মারকও নিচ্ছেন তারা।

সংবাদমাধ্যম আরব নিউজ সোমবার (৯ জুন) জানিয়েছে, পবিত্র কাবার কাছে যেসব মার্কেট বা দোকান রয়েছে সেখানে ভিড় করছেন হাজিরা। এরমধ্যে তারা সবচেয়ে বেশি কিনছেন জমজমের পানি, জায়নামাজ এবং পবিত্র কোরআন।

এছাড়া অনেকে বিভিন্ন সুগন্ধিও কিনছেন। সঙ্গে আছে খেজুরও। বিশেষ করে আজওয়া খেজুরের খোঁজ বেশি করছেন তারা।

পবিত্র হজ শেষে মক্কা ও মদিনার বিভিন্ন দোকানগুলোতে বেঁচাবিক্রি বহুলাংশে বৃদ্ধি পায়। এসব দোকানে বিশ্বের সব দেশের মানুষ ভিড় জমান।

হাজিরা কোন কোন জিনিস কিনতে চাইতে পারেন সেগুলো বিবেচনায় রেখে ওইসব জিনিসই দোকানে রাখছেন তারা।

হাজিদের কেনাকাটার সুবিধার্থে মক্কার কাছেই আছে একটি আধুনিক শপিং মল। এছাড়া ঐতিহ্যবাহী আজিজিয়া মার্কেট, হিজাজ মার্কেট এবং মসজিদে নববীর পাশের বাজারগুলোতে যাচ্ছেন হাজিরা।

– আরব নিউজ

You might also like

Comments are closed.