সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো জাতীয় হ্যান্ডবল তারকা সোহানের

জাতীয় হ্যান্ডবল দলের হয়ে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কদিন আগেই। কিন্তু বেশিদিন খেলতে পারলেন না জাতীয় দলের হয়ে। মাত্র ২১ বছর বয়সেই ঝরে গেলো হ্যান্ডবলের তরুণ প্রতিভা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। শুক্রবার সকালে নিজের গ্রামের বাড়ি কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান ও তার চাচাতো ভাই জয়। তৎক্ষণাৎ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। কিন্তু ঢাকায় এসে পৌঁছতে পারেননি। যাত্রাপথেই দুপুর আড়াইটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন সোহান।

গত ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন সোহান। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন। সোহানের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুলসহ, কর্মকর্তা, খেলোয়াড়, রেফারি ও প্রশিক্ষকগণ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.