স্বামীসহ সাংবাদিক মুন্নি সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসসহ পরিবারের ৫ জন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন)  ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- মুন্নি সাহার বোন আপেল রানী সাহা এবং ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা।

এর আগে দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করে বলা হয়, সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী এম এস প্রমোশনসের স্বত্ত্বাধিকারী কবির হোসেন তাপস ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাদের ব্যাংক হিসেবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে।

উক্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান এখনো চলমান। অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে জানা যায়। এর ফলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

You might also like

Comments are closed.