সুরকার, সংগীত পরিচালক সেলিম আশরাফ আর নেই

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’. জনপ্রিয় এই দেশাত্মবোধক গানসহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ আর নেই। গতকাল রোববার দিবাগত রাত তিনটায় বনশ্রীতে নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু এক ফেসবুক পোস্টে লিখেছেন, “… সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।”

সেলিম আশরাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছিলেন। প্রতি সপ্তাহে তাঁর ডায়ালাইসিস করাতে হতো। সবশেষ গত ফেব্রুয়ারি মাসে বেশি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

অসংখ্য দেশাত্মবোধক ও আধুনিক জনপ্রিয় গানের সুর করেছেন তিনি। তার সুরকরা গানগুলোর মধ্যে রয়েছে— ‘ওই যে দেখা যায়রে হিজল তলার গাঁয়রে’, ‘এ আমার অহঙ্কার আমি যে পেয়েছি একুশের মতো’, ‘এই জীবনতো অনেক কিছুই চায়’, ‘যে বাতাসে ফোটে ফুল’, ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেত’।

You might also like

Leave A Reply

Your email address will not be published.