সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়, জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। যার সরাসরি প্রভাব পড়েছে টেলিযোগাযোগ সেবায়। এতে সারা দেশে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে এবং ৫ হাজার ৯০৪টি টেলিকম সাইট ডাউন হয়ে গেছে।
শুক্রবার (৩০ মে) সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ফয়েজ আহমেদ বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, নেটওয়ার্ক স্বাভাবিক অবস্থায় ফেরাতে পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
Comments are closed.