সাগরে ডুবছে জাহাজ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

রাসায়নিক বোঝাই একটি কার্গো জাহাজ ডুবছে শ্রীলঙ্কার উপকূলে; যা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা।

সিঙ্গাপুরে নিবন্ধিত এক্স-প্রেস পার্ল জাহাজটিতে প্রায় দুই সপ্তাহ ধরে আগুন জ্বলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সাগরে ওই জাহাজটি ডুবে গেলে কয়েকশ টন ইঞ্জিন অয়েল পড়তে পারে। এতে সামুদ্রিক জীবনে পড়তে পারে মারাত্মক প্রভাব।

কয়েকদিন ধরেই জাহাজটির আগুন নেভানোর ও এটি ভেঙে ডুবে যাওয়া ঠেকাতে যৌথভাবে চেষ্টা করেছে শ্রীলঙ্কা ও ভারতের নৌবাহিনী। তবে উত্তাল সাগর ও তীব্র মৌসুমি বাতাসে তা বাধার সম্মুখীন হয়েছে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইন্ডিকা সিলভা বলেছেন, উদ্ধারকারীরা সমুদ্র দুষণ কমাতে জাহাজটিকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু জাহাজটির পেছনের অংশটি সরে গেছে। জাহাজটি ডুবে যাচ্ছে।

আল–জাজিরা বলছে, গত ১৫ মে ভারতের গুজরাটের একটি বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে ছেড়ে আসে এক্স-প্রেস পার্ল। ওই সময় জাহাজটিতে ১ হাজার ৪৮৬টি কনটেইনার ছিল।

কলম্বো উপকূলে পৌঁছানোর পর জাহাজটিতে আগুন ধরে যায়। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা ভারত, চীন, রাশিয়া ও ফিলিপাইনের ২৫ নাবিককে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.