লন্ডন যাচ্ছেন জোবাইদা রহমান

ঈদুল আজহা উদযাপন করতে লন্ডনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সেখানে তিনি স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানের সান্নিধ্যে সময় কাটাবেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন তিনি। বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

জুবাইদা রহমানের লন্ডন যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে, গত ৬ মে দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফিরেছিলেন তিনি। লন্ডন থেকে ফিরতে তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ, চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ১৪ জন। ওইদিন সকাল ১০টা ৪০ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ফেরার দিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান তার বড় ছেলে তারেক রহমান। মাকে গাড়ি চালিয়ে নিজেই পৌঁছে দেন তিনি। দীর্ঘ ১৭ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের কাছে মায়ের এ বিদায় ছিল গভীর আবেগে ভরা।

এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায় আসে ২৮ মে, বুধবার। এর আগে ২০২৩ সালের আগস্টে একই মামলায় আদালত তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল।

পরবর্তীকালে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।

দেশে ফিরে ১৩ মে হাইকোর্টে আপিলের অনুমতি চান জুবাইদা রহমান। বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ ১৪ মে তার জামিন মঞ্জুর করে এবং একইসঙ্গে সাজা বাতিলের আবেদনের শুনানি গ্রহণ করে। প্রায় ৫৮৭ দিন বিলম্বে আপিল করায় দাখিল করা মার্জনার আবেদনটিও আদালত অনুমোদন করে।

You might also like

Comments are closed.