রহিম উদ্দিন ভরসা আর নেই

ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ রহিম উদ্দিন ভরসা আর নেই। গতকাল বেলা দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ ছেলে, নয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রহিম উদ্দিন ভরসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে এমদাদুল হক ভরসা।

১৯৩৫ সালে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন রহিম উদ্দিন ভরসা। তার পিতার নাম মনের উদ্দিন পাইকার। তিনি ১৯৭৯ সালে বিএনপির মনোনয়ন নিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

রহিম উদ্দিন ভরসা পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ছিলেন। এছাড়া তিনি রংপুর চেম্বারের প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনে জড়িত ছিলেন। তিনি ১৫ টিরও বেশি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.