‎রংপুরে দুই ইরানি পর্যটকের ওপর হামলা, গ্রেপ্তার ৪

‎রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের বুড়িরহাট রোড সংলগ্ন জোতপাড়া এলাকায় দুই ইরানি পর্যটকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

রংপুর সেনানিবাসের তারাগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ গনিরামপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সেখানে পৌঁছায়। তারা দেখতে পান, স্থানীয় লোকজন দুই বিদেশি নাগরিককে মারধর করছে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

 

 

ভুক্তভোগী ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিন জানান, তারা ঢাকা থেকে রংপুরে বেড়াতে এসেছিলেন। গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করার সময় ভুলবশত ওই এলাকায় ঢুকে পড়েন। বিদেশি হওয়ায় সাহায্যের আশায় স্থানীয়দের কাছে গেলে তারা উল্টো মারধর শুরু করে। একপর্যায়ে তাদের ৫০০ ডলার, মোবাইল, একটি ঘড়ি এবং পাসপোর্ট ছিনিয়ে নেয়া হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা নিশ্চিত করে দুই ইরানি নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের একটি হোটেলে নিরাপদে পৌঁছে দেয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিরা হলেন- ওই এলাকার মো. রশিদুল ইসলামের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম (৩৫), মো. মোখছেদুল ইসলামের স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে মো. রশিদুল ইসলাম (৪২), মৃত আবুল হোসেনের ছেলে মো. মেরাজুল ইসলাম (৩৮)।

সেনাবাহিনী জানায়, এমন অরাজকতা ও বিদেশি পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, এ ধরনের ঘটনার কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

‎তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইরানি পর্যটকদের আহতসহ ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা (০৪/২৫) হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হবে।

You might also like

Comments are closed.