মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি ঢাকায়

রাত থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ভোর হতেই শোনা যাচ্ছিল মেঘের গর্জন। সকাল সাড়ে ৭টা নাগাদ অঝোরে ঝরতে থাকে বৃষ্টি। রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার ঘুম থেকে উঠে অনেকেই এক অন্য রকম সকাল দেখছেন।

সকালে বৃষ্টির কারণে দৌড়াদৌড়ি পড়ে যায় রাস্তায় থাকা অফিসগামী যাত্রীদের। ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। অনেকেই বৃষ্টিতে কাকভেজা হয়ে অফিসে যাচ্ছেন। আবার অনেককেই দেখা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে যেতে। কেউ আবার রিক্সায় বসে হুডি তুলে পলিথিনে ঢেকে নিয়েছেন কোমর থেকে নিচ পর্যন্ত।

বৃষ্টি শুরুর আগে থেকেই ঝড় বা মেঘের গর্জন শোনা যাচ্ছিল। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই হোঁচট খায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। অফিসে যাওয়ার পথে অনেকেই মাঝরাস্তায় বৃষ্টির কবলে পড়ে আশ্রয় নিতে হয় বিভিন্ন দোকানে, অফিস কিংবা আবাসিক ভবনের বারান্দায়।

হালকা বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে সকালে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। সেই সঙ্গে কিছুটা শীত আবারো নেমে এসেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.