মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন পাস হচ্ছে

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় সংসদে মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর আইন-২০২২ পাস হতে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের ড. শহীদ সামছুজোহা পার্কের নগর উদ্যানে জেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মেহেরপুরের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলছে। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সংসদে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন পাস হতে যাচ্ছে। যা মেহেরপুরের শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হবে।’

ছাত্রলীগের গৌরবোজ্জ্বল অতীত স্মরণ করিয়ে দিয়ে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এর আগে মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে মিছিলটি শহরের জেলা প্রশাসনের কার্যলয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ সামছুজোহা পার্কে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বুলবুল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব আলী আসিফ প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.