ভারত, পাকিস্তান, চীন ছাড়িয়ে সেরা চারে বাংলাদেশ!

চলতি অর্থবছর অর্থাৎ ২০১৯/২০ অর্থ বছরে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ ভারত, পাকিস্তান এবং চীনকেও ছাড়িয়ে যাবে।

বাংলাদেশের ওপরে থাকবে কেবল তিনটি দেশ- গায়ানা, রুয়ান্ডা এবং জিবুতি।

২০১৯/২০ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে বলে বিশ্বব্যাংক আভাস দিয়েছে। এর পরবর্তী অর্থ বছরে যা আরও বেড়ে ৭ দশমিক ৩ শতাংশ হতে পারে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সে সময় জিডিপি প্রবৃদ্ধি হবে গড়ে ৫ দশমিক ৫ শতাংশ।

ভারতের প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ। পরবর্তী অর্থবছরে তা বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে।

পাকিস্তানের প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশ হবে। পরবর্তী অর্থবছরে তা বেড়ে ৩ শতাংশ হতে পারে।

চীনের প্রবৃদ্ধি ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে৷

অন্যদিকে পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চল ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হবে বলে আভাস দেয়া হয়েছে৷

যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির হার কিছুটা কমে ১ দশমিক ৮ শতাংশ হবে বলে আভাস দেয়া হয়েছে৷

২০/১২/২০১৯ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিশ্বব্যাংক সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.