ভারতকে হারিয়ে সৌদিতে ক্রিকেট কাপ জিতলো মরুভূমির টাইগাররা

রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সৌদি ওয়েস্টার্ন ইউনিয়ন টি–টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মরুভূমির ‘টাইগার খ্যাত’ সৌদিপ্রবাসী বাংলাদেশীদের ক্রিকেট দল ‘গ্রিন বাংলা’। গত শুক্রবার ভারতীয় ক্লাব ‘দানা ট্রেডিংকে’ ২৫ রানে হারায় ‘গ্রিন বাংলা’দল।

দানা ট্রেডিংয়ের অধিনায়ক রিয়াস সুক্কুন টস জিতে গ্রিন বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ম্যাচের শুরুতেই বাদল এবং অধিনায়ক জাকিরের দুর্দান্ত সূচনা আর আবুল কালামের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভারে ৭ উইকেটে ২১২ রান করে দানা ট্রেডিংকে ২১৩ রানের বড় টার্গেট ছুড়ে দেয় গ্রিন বাংলা। গ্রিন বাংলার পক্ষে বাদল ৩৩ বলে ৪৪, জাকির ৩৬ বলে ৭০, কালাম ১১ বলে ৩২ রান করেন। দানা ট্রেডিংয়ের পক্ষে অধিনায়ক রিয়াস সুক্কুন ৪১ রানে ৪ টি, মামুন ৩৫ রানে ২ উইকেট নেন।

২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলতে সক্ষম হয় ভারতীয় ক্লাবটি। দানা ট্রেডিংয়ের ওয়াকার আহমেদ ১৯ বলে ৩৯, ইসতিয়াক ২৪ বলে ৩৮ এবং হাজিম ২১ বলে ২৬ রান করেন। বল হাতে গ্রিন বাংলার রিয়াজ ২৬ রানে ২ উইকেট, সুমন ৪০ রানে ২ উইকেট এবং রায়হান, বাপ্পি ও শুভ ১টি করে উইকেট নেন।
ব্যাট হাতে ৭০ এবং বল হাতে ১ উইকেট নিয়ে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হন গ্রিন বাংলার অধিনায়ক জাকির হোসেন।

সৌদি আরব ক্রিকেট সেন্টারের অনুমোদিত টুর্নামেন্টের এই ফাইনাল খেলাটি রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হয়। সৌদি প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য বিষয়ক সংগঠন ‘ঢাকা মেডিকেল’ এর সৌজন্যে ম্যাচটি সরাসরি সম্প্রচার করে ‘স্পোর্টস এরাবিয়া’।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি, বাংলাদেশ মিশনের উপ-প্রধান ড. নজরুল ইসলাম এবং গ্রিন বাংলা’র উপদেষ্টা আলি আকবর বিজয়ী দলকে অভিনন্দন জানান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.