বিশ্বে নিঃসরিত গ্রিনহাউস গ্যাসের ৫২ শতাংশই ২৫ ম্যাগাসিটির

সারা বিশ্বে নিঃসরিত গ্রিনহাউস গ্যাসের ৫২ শতাংশই ২৫ ম্যাগাসিটির। আর এর মধ্যে ২৩টি শহরই চীনে। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা এ তথ্য জানিয়েছে সাইটেক ডেইলি। সান ইয়াত-সেন ইউনিভার্সিটি ১৬৭ শহরের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পরীক্ষা করে জানিয়েছে, এশিয়ার মেগাসিটি সাংহাই সর্বোচ্চ পরিমান কার্বন নিঃসরণ করে। উন্নয়নশীল দেশের শহরগুলোর চেয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শহরগুলো আরো বেশি কার্বন নিঃসরণ করে। সমীক্ষার ফলাফল অনুযায়ী, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে ৪২টি শহরের ৩০টি শহরে কার্বন নির্গমণ হ্রাস পেয়েছে। তবে বিশ্বেরআবহাওয়া পরিবর্তন ও দূষণ প্রতিরোধে যে লক্ষ্যমাত্রা রয়েছে তা থেকে আমরা এখনো অনেক দূরে অবস্থান করছি। সমীক্ষায় উল্লেখিত দায়ী অন্য শহরগুলোর মধ্যে রয়েছে- চীনের হানদান, সুঝোউ, দালিয়ান, বেইজিং, তিয়ানজিন, জাপানের টোকিও, রাশিয়ার মস্কো প্রভৃতি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.