‘বন্দুকযুদ্ধে’ জকির বাহিনীর ৭ সদস্য নিহত

কক্সবাজারে টেকনাফ উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত জকির বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে।

রোববার মধ্যরাতে টেকনাফের জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব এর সত্যতা নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে সন্ত্রাসী জকির বাহিনীর অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযানে যায়। এসময় টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়।

একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে সাতজনের মরদেহ পাওয়া যায়।

টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থান নিয়ে অস্ত্রধারী জকির বাহিনীসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদক ব্যবসা, খুন অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

উল্লেখ্য এর আগেও সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির একাধিক ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নুরুল আলমসহ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.