প্রবাসীদের সুবিধার্থে পানিসম্পদ উপমন্ত্রীর উদ্যোগ

ইতালিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে দুই দিন বাংলাদেশ বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালুর প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব জনাব মো. মোকাম্মেল হোসেনের প্রতি অনুরোধ জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে এনামুল হক শামীম ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালুর জন্য বিমান প্রতিমন্ত্রীর কাছে ডিও লেটার হস্তান্তর করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম বলেন, আমার নির্বাচনি এলাকা নড়িয়া-সখিপুর ও শরীয়তপুর জেলার লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিটেন্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ইতালি প্রবাসী সমগ্র বাঙালী ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেনের সঙ্গে আলোচনা করি এবং ডি.ও লেটার হস্তান্তর করি। এ ব্যাপারে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে,”অতি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-রোম-ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবে।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.