পুরনো কোচ ফেরানো অপমানজনক: মিসবাহ

সদ্য পুরনো কোচ চন্দিকা হাথুরাসিংহেকে ফেরানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাঝেই জোর খবর শোনা যাচ্ছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাদের সাবেক কোচ মিকি আর্থারকে ফেরাতে জোর চেষ্টা করছে। বোর্ডের এমন সিদ্ধান্ত একদমই পছন্দ নয় মিসবাহ-উল-হকের। দলটির সাবেক অধিনায়ক ও কোচের মতে, আর্থারকে ফিরিয়ে আনলে তা পাকিস্তানের ক্রিকেটের জন্য হবে অপমানের সামিল।

এর আগে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। কিছুদিন আগে রমিজ রাজাকে সরিয়ে পিসিবির চেয়ারম্যান হওয়ার পরপরই নাজাম শেঠি বলেছিলেন, তিনি আর্থারকে পূনরায় কোচ হিসেবে ফিরিয়ে আনতে চান। তবে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে যে, পিসিবির প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন কোচের বদলে টিম ডিরেক্টর হয়ে আসতে পারেন আর্থার। আগামী দুই সপ্তাহের মাঝে চুক্তিও হয়ে যাবে বলে শোনা যাচ্ছে।

এ বিষয়ে মিসবাহ ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘এটা পাকিস্তানের ক্রিকেট সিস্টেমকে চড় মারার সমান, কারণ আমরা একজন ফুল টাইম হাই-প্রোফাইল কোচ খুঁজে বের করতে পারছি না। এটা হতাশাজনক যে, সেরাদের কেউ এখানে আসতে চায় না। আর আমরা এমন একজনকে আনতে জোর চেষ্টা করছি, যিনি পাকিস্তানকে তার দ্বিতীয় অপশন হিসেবে দেখছেন। আমাদের ক্রিকেট সিস্টেমকেই দোষ দিব আমি। এটায় অনেক দুর্বল দিক আছে, যে কেউ ভঙ্গুর এই সিস্টেমকে কাজে লাগাতে পারে।’

মিসবাহ আরও বলেছেন, ‘নিজেরাই আমরা নিজেদের মানুষদের অসম্মান ও অবজ্ঞা করি, এর জন্য দায়ী আমরাই। যার ফলে আমাদের নেতিবাচক ভাবমূর্তি গড়ে ওঠে। আমাদের বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের অনেকেই পরস্পরকে সম্মান করে না। সাবেক ক্রিকেটারদের দেখা যায় রেটিংয়ে জন্য নিজ নিজ ইউটিউব চ্যানেল ব্যবহার করছে। এটা আমাদের ক্রিকেটের ইমেজকে ব্যাপকভাবে আঘাত করছে। যার ফলে একটা ধারনা তৈরি হচ্ছে যে- আমরা অক্ষম।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.