পাঠ্যক্রমে ইসরাইলের বিকৃত ইতিহাস, ফিলিস্তিনি স্কুলগুলোতে ধর্মঘট

অধিকৃত পশ্চিমতীরের ফিলিস্তিন স্কুলগুলোর পাঠ্যক্রমে বিকৃত ইতিহাস ঢুকিয়ে দেওয়ার ইসরাইলি প্রচেষ্টার প্রতিবাদে ধর্মঘট পালন করছে পূর্ব জেরুজালেম আল-কুদসের ফিলিস্তিনি স্কুলগুলো।

ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বা পিএনআইএফ রোববার এক বিবৃতিতে সোমবার একদিনের এ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুরা ইহুদিবাদী ইসরাইলের বিকৃত ইতিহাস পড়তে রাজি নয়। তারা ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রণিত পাঠ্যবই পড়বে।

চলতি মাসের গোড়ার দিকে ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি স্কুলগুলোতে বিতরণের জন্য নয়া পাঠ্যপুস্তক প্রকাশ করে। এসব বইয়ে ফিলিস্তিনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

ফিলিস্তিনিরা বলছেন, জেরুজালেম আল-কুদসসহ গোটা ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাস বিকৃত করে এই অঞ্চলে উড়ে এসে জুড়ে বসা ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রকে বৈধতা দেওয়ার সুদূরপ্রসারী লক্ষ্যে এসব পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে।

তেলআবিবের এ বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে জর্দান নদীর পশ্চিমতীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

গত শনিবার পূর্ব জেরুজালেম আল-কুদস শহরের বিভিন্ন অংশে ফিলিস্তিনি শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরা এসব বিক্ষোভে অংশ নেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.