পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রামে দায়ের করা পাঁচটি মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে করা পাঁচটি মামলাই গুরুতর অপরাধসংক্রান্ত। এসব মামলার প্রত্যেকটিতে রাষ্ট্রের পক্ষে আমরা কঠোর বিরোধিতা করেছি। আদালত পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

 

 

এর আগে, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় আটক হন চিন্ময় কৃষ্ণ দাস। পরে চট্টগ্রাম কোতোয়ালী থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পরিপ্রেক্ষিতে  আদালত তা নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুরের পর চিন্ময় দাসের অনুসারীরা চট্টগ্রাম আদালত চত্বরে চার ঘণ্টা ধরে পুলিশের প্লিজ ভ্যান অবরোধ করে নৈরাজ্য সৃষ্টি করেন। তারা আদালত চত্বর ও আশপাশের এলাকায় দাঙ্গা, ভাঙচুর, লুটপাট চালান এবং পুলিশের ওপর হামলা করেন। ওই সহিংসতায় চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

ঘটনার পরদিন, ২৬ নভেম্বর কোতোয়ালী থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। তদন্তে এসব মামলার প্রত্যেকটিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি হিসেবে শনাক্ত করা হয়।

You might also like

Comments are closed.