‘নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে সবার লড়াই, মানুষের এরকম সংঘবদ্ধতা খুব কম দেখা যায়’

সোমবার ব্লগে করোনাভাইরাস নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন বলিউডের ‘বিগ-বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চন। পাশাপাশি সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন ৭৭ বছর বয়সি এই তারকা।

অমিতাভ বচ্চন লিখেছেন: ‘অনিশ্চয়তা, অজানা ও যথার্থ তথ্য না পাওয়ার এই সময়ে সতর্ক থাকুন। যত্ন নিন এবং শক্ত হোন। সতর্কতা অবলম্বন করুন। পুরো মানব সম্প্রদায় যে যত্ন ও সতর্কতা দেখাচ্ছেন তা অসাধারণ! একটি নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে সবাই মিলে লড়াই। মানুষের এরকম সংঘবদ্ধতা খুব কম দেখা যায়। আমাদের বর্ণ, গোত্র, ধর্ম, বিশ্বাস, ভাষা ও অঞ্চল ভিন্ন হতে পারে। আমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। এই আবেগ, উদ্দেশ্য এবং এর লক্ষ্য একটাই— নিরাপদ, সুস্থ ও জীবিত থাকা।’

আমরা সবাই প্রকৃতির করুণায় বেঁচে আছি উল্লেখ করে এই অভিনেতা লিখেছেন: ‘মানবজাতি নিজেরাই নিজেদের ধ্বংস, লুট, বিনাশ এবং নৃশংসভাবে হত্যা করছে। কিন্তু তারা সবাই আজ একত্রিত হয়ে প্রার্থনা করছে, এই চরম পরীক্ষার মুহূর্তে যেন বেঁচে ও টিকে থাকতে পারি। পৃথিবীর জানা-অজানা কোনো শক্তিই তার বিকল্প হতে পারবে না।’

তিনি আরো লিখেছেন: ‘আমাদের প্রত্যেকের নিজস্ব বিশ্বাস, সৃষ্টিকর্তা, ধর্ম রয়েছে এবং আমরা এগুলো অনুসরণ করি। এর কারণ এই পৃথিবী ও আমরা কীভাবে সৃষ্টি হয়েছি তা জানি না। তাই, আমরা এই সর্বশক্তির কাছে মাথা নত করি এবং বশ্যতা স্বীকার করে দাসত্ব করি।’

দর্শকদের নিরাপদ থাকার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন: ‘ট্রিলিয়ন ও মেগা ট্রিলিয়ন পদার্থের অস্তিত্ব আমাদের জানা। তবে এখনো অনেক কিছুই অজানা। আর এটিই আমাদের প্রকৃতির অজানা রূপের কথা মনে করিয়ে দেয়। সবাই নিরাপদ, সতর্ক ও সুস্থ থাকুন।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.