দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশ, বিশ্বে সুইজারল্যান্ড

বসবাসের জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দেশ বাংলাদেশ আর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ সুইজারল্যান্ড।

সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে এ তালিকা করেছে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন। মানদণ্ডগুলো হল-জীবনযাত্রার ব্যয়, বাসা ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের দাম, খাবারের দাম এবং নাগরিকদের পণ্য ক্রয় ক্ষমতা।

ম্যাগাজিনটির প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম ব্যয়ে বসবাস করা যায় পাকিস্তানে, এরপরই রয়েছে আফগানিস্তান ও ভারতের নাম।

বিশ্বের ব্যয়বহুল দেশের মধ্যে ৯ টি ইউরোপের, ৫ টি এশিয়ার, ১ টি উত্তর আমেরিকার, ১ টি আফ্রিকার, ২ টি ক্যারিবিয়ান এবং ২ টি ওশেনিয়া অঞ্চলের দেশ।

এদিকে সুইজারল্যান্ড এর পর বিশ্বের ব্যয়বহুল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ জাপান, পঞ্চম ডেনমার্ক, ষষ্ঠ বাহামাস, সপ্তম লুক্সেমবার্গ, অষ্টম ইসরায়েল, নবম সিঙ্গাপুর এবং দশম দক্ষিণ কোরিয়া।

You might also like

Leave A Reply

Your email address will not be published.