ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য একুশে পদকপ্রাপ্ত ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর (৮৪) আর নেই।

বার্ধ্যক্যজনিত কারণে সোমবার পৌনে ১২টার দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এ বিশিষ্ট লেখক ও চিত্র সমালোচক (ইন্নালিল্লাহি…রাজিউন)।

ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বড় ভাই। তার এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

বাদআছর তার নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল ও কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় তিনি ২০০৯ সালে একুশে পদক গ্রহণ করেন।

তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ শোকাত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.