জয় তোমারই। খুশী হতে শেখো।

ফাহমিদা নবী, সংগীতশিল্পী

মানুষ ততদিন নিজের কাছেই কৃতদাস, যতদিন না সে নিজের কাজ নিজের মনে করে করতে পারবে। পৃথিবীতে নিজের কাজ অন্য কেউ করে দিবে, বা অপরের কথায় খুব বিশ্বাস করেছো তো মরেছো! সব বিষয়ে যে এক তা নয়। তবে কিছু কাজ আছে যা নির্ভরতাকে ভরসাহীন করে। সুখেদুখে সবাই সবার পাশে থাকি, থাকবো। কিন্তু অনেক সময় তা হয়না।

সত্যি বলতে কি কেউ করতে পারেনা তোমার নিজের কাজ। তোমাকেই করতে হবে তোমার নিজের কাজ।

কারো উপর ভরসা করেছো? খবর নিয়ে দেখবে, কিছুই আগায়নি কাজ, কোন অগ্রগতি নাই! কি অসহায় অবস্থা!

তাই নিজের কাজ নিজে করো, নিজের প্রতি বিশ্বাস রাখো, উঠে দাডাও।

একটু অসুস্থ হলে তোমাকে দেখারও কেউ নেই। মনে রেখো, এর চেয়ে অবহেলিত পরিস্থিতি আর কোন কিছুতেই নেই। সুস্থ থাকো, সুস্থাত থাকাটা যে কি জরুরী, তা বোঝার মতো বুদ্ধিসুদ্ধি করো। বাকি কাজ তো কর্মের দক্ষতা, বুদ্ধিমত্তা আর কাজে যুক্ত থাকার সুফল। পারবো বলতে শেখো। পারছি না, বলোনা।

ভালো কাজ বিফলে যায়না। ভাবতে শেখো। বিশ্বাস করতেই হবে এবং আসলের দিকেই যেতে হবে, থাকতে হবে। যত বাঁধাই আসুক।
হাঁটো, দেখবে সৃস্টিকর্তা তোমাকে ফেরাবেন না। সম্মানীর সম্মান তিনিই রক্ষা করেন। কখনো আসল নকল হতে পারেনা, তাইনা!?

সত্যে কষ্ট বেশী বলে ভয় পেয়োনা, বরং তুমি হাঁটো, বিশ্বাস রাখো নিজের কাজের সততা এবং পরিশ্রমের উপর। জয় তোমারই। খুশী হতে শেখো।

You might also like

Leave A Reply

Your email address will not be published.