জয়া আহসানের আহ্বান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান করোনায় দেশীয় পোশাকশিল্পের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন। জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙের আহ্বানে সাড়া দিয়ে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও বার্তা ফেইসবুকে শেয়ার করেন জয়া। সেখানে তিনি বলেন, ‘অতিমারির কারণে আমি, আপনি, আমাদের অর্থনীতি কিন্তু হুমকির সম্মুখীন হয়েছে। এই যে তাঁতি পরিবার বা পোশাকশিল্পের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের পরিবারগুলো কিন্তু একেবারেই দুর্দশার মধ্যে আছে। একটা পোশাক শোরুমে আসার আগ পর্যন্ত কতগুলো মানুষের শ্রম যোগ হয় বলুন তো? অনেক পরিবারের রুটিরুজি। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির বছরে আয় প্রায় ১০ হাজার কোটি টাকা। আর এর ৫০ ভাগ আসে কিন্তু ঈদের সময়। এই শিল্পের সঙ্গে জড়িত সবাই কিন্তু অপেক্ষায় থাকে ঈদের। শপিং সব সময়ই আনন্দের। কিন্তু এবারের শপিংটা হোক দায়িত্ববোধের।’

করোনার এই সময়ে অনলাইন শপিংয়ের জন্য সবাইকে উৎসাহও দিলেন জয়া। তিনি মনে করেন, অনলাইনে কিছু কেনার মাধ্যমে ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত সবার মুখে হাসি ফুটবে। একটি পোশাক কেনা মানে তাদের পরিবারের পাশে দাঁড়ানো। তিনি অনুরোধ জানান, অন্তত একটি পোশাক কিনে এই শিল্পের পাশে দাঁড়াতে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.