ক্যামেরুনের কাছে হারল ব্রাজিল!

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেঞ্চ পরীক্ষা করেছে ব্রাজিল। ‘জি’ গ্রুপ থেকে আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করা সেলেসাওরা শুরুর একাদশে ৯টি পরিবর্তন নিয়ে নেমেছিল ক্যামেরুনের বিপক্ষে। তবে লুসাইল স্টেডিয়ামে ১-০ গোলের হারের স্বাদ পেয়েছে ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। নির্ধারিত ৯০ মিনিটের পরও গোলশূন্য। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ব্রাজিলিয়ান শিবিরকে স্তব্ধ করে দেন আবুবকর। এনগোম এমবিকেলির অসাধারণ ক্রসে দুর্দান্ত এক হেডে গোল করেন ক্যামেরুন দলপতি। উল্লাসে মাতে ক্যামেরুন। তবে ব্রাজিলকে হারিয়েও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হলো না আফ্রিকান দেশটির।
হারলেও গ্রুপসেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ব্রাজিল। দিনের অপর ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ব্রাজিলের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। দুই দলেরই পয়েন্ট সমান ৬। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েছে সেলেসাওরা। ক্যামেরুনের সংগ্রহ ৪ পয়েন্ট। সার্বিয়ার পয়েন্ট ১।

You might also like

Leave A Reply

Your email address will not be published.