‘কিছু মানুষকে মরতেই হবে, এটাই জীবন’, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট

‘আমি দুঃখিত। কিছু মানুষকে মরতেই হবে। এটাই জীবন। এজন্য আপনি গাড়ি কারখানা বন্ধ করতে পারেন না। যা ঘটছে সেদিকে আমাদের দেখতে হবে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।’

রাষ্ট্রীয় অবহেলার কারণে করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে উত্তাল ব্রাজিলের উদ্দেশ্যে একথা বলেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

উল্লেখ্য ব্রাজিলে এ পর্যন্ত ১ হাজার ২৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬৮ জন। আক্রান্ত ও মৃত দুটির সংখ্যাই বেশি সাও পাওলো রাজ্যে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দেশের ২৬ জন গভর্নর তাদের এলাকায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও সরকারি সেবা বন্ধ করে দিয়েছেন। তবে বলসোনারো এর বিপক্ষে অবস্থান নিয়েছেন।

তার ভাষ্য এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত সপ্তাহে সাও পালোতে করোনায় মৃত্যুর ব্যাপারে বলসোনারোর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এ রাজ্যের গভর্নর সংখ্যা বাড়িয়ে বলছেন।

করোনায় মৃত্যুর হার বিচারে এ সংখ্যা ‘অনেক বেশি’। তিনি বলেন, ‘সেখানে কী ঘটছে আমাদের তা দেখা প্রয়োজন। রাজনৈতিক স্বার্থে এটি সংখ্যার খেলা হতে পারে না।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.