কাল থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু

চলবে ১০ জুলাই পর্যন্ত

শেষে হয়েছে হজের সব আনুষ্ঠনিকতা, এখন সৌদি থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার (১০ ‍জুন) শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট।

গত বৃহস্পতিবার আরাফাত ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন শুক্রবার সেখানে ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেওয়া হয়।

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেন। এর মধ্য ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন।

এদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে।

ফিরতি হজফ্লাইট আগামীকাল মঙ্গলবার শুরু হয়ে এক মাস চলবে। আগামী ১০ জুলাই শেষ হজপ্লাইটের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের হজ কার্যক্রম।

You might also like

Comments are closed.