করোনা সচেতনতায় গুগলের ডুডল

করোনাভাইরাস মহামারি সম্পর্কে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে হোমপেজে বিশেষ ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

নতুন এ ডুডলে গুগল তাদের ট্যাগ লাইনে লিখেছে, ‘স্টে হোম, সেভ লাইভস’, অর্থাৎ ‘বাড়িতে থাকুন, জীবন বাঁচান’।

এছাড়া এ ডুডলটিতে ক্লিক করলে করোনাভাইরাস সংক্রান্ত সকল তথ্য এবং বিভিন্ন সুরক্ষা বার্তা সামনে তুলে ধরছে গুগল।

সুরক্ষা বার্তায় বলা হয়েছে:

আপনি নিজেকে রক্ষা করতে পারেন এবং ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে পারেন যদি আপনি নিম্নে উল্লেখিত কাজগুলো করেন:

নিয়মিত সাবান এবং পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধুয়ে ফেলুন বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু ব্যবহার করুন বা কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন।

অসুস্থ ব্যক্তিদের সাথে ঘনিষ্ট যোগাযোগ (১ মিটার বা ৩ ফুট) এড়িয়ে চলুন।

অসুস্থ বোধ করলে বাড়িতে থাকুন এবং পরিবারের অন্যদের থেকে নিজেকে আলাদা রাখুন (সেল্ফ আইসোলেট)।

অপরিষ্কার হাত দিয়ে নিজের চোখ, নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.