করোনায় যুক্তরাজ্যে ১৩ বছরের ইসমাইলের মৃত্যু, ইসমাইল কি কনিষ্ঠতম?

লন্ডনের একটি হাসপাতাল ট্রাস্ট জানিয়েছে সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত একজন ১৩ বছর বয়সী ছেলে মারা গেছে।

দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনের বাসিন্দা ইসমাইল মোহাম্মদ আবদুল ওয়াহাব স্থানীয় সময় সোমবার ভোরে কিংস কলেজ হাসপাতালে মারা যায়। তাকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কনিষ্ঠতম ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।

ট্রাস্টের একজন মুখপাত্র ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানান নি।

তবে পরিবারের এক বন্ধুর মাধ্যমে এক বিবৃতিতে ইসমাইলের পরিবার জানিয়েছে, তার মৃত্যুর ফলে তারা ‘ভীষণরকম বিধ্বস্ত’।

পরিবার বলছে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর শুক্রবার ইসমাইলের কোভিড -১৯ পজিটিভ ধরা পড়ে, এছাড়া তার অন্য বড় কোন স্বাস্থ্যগত সমস্যা ছিল না।

বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা নিক ট্রিগল বলছেন, কিশোর বয়সীদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা খুব বিরল।

“এই বয়সীদের ক্ষেত্রে মাত্র ০.৩% কে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয় এবং মাত্র ০.০০৬% মারা যায় অথবা বিষয়টি এভাবে বলা যায়- এই বয়সীদের ক্ষেত্রে প্রতি ৩০,০০০ আক্রান্তের মধ্যে মাত্র ২ জনের মৃত্যু হয়ে থাকে”, তিনি যোগ করেন।

“তবে এটি ঘটছে, ইসমাইলের ঘটনা এটাই প্রমাণ করে।”

ইসমাইলের পরিবার জানিয়েছে, করোনার লক্ষণ দেখা দেয়া এবং শ্বাস নিতে অসুবিধা শুরুর পর তাকে দক্ষিণ লন্ডনের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিবিসি অবলম্বনে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.