করোনা রোধে ঢাকা-রাজশাহী বাস চলাচল বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য রাজধানীর সঙ্গে বিভাগীয় শহরটির বাস চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল জরুরি সভা করে এ ঘোষণা দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, দ্রুত বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দূরপাল্লা রুটের সব বাস বন্ধ থাকবে। থেকে আর নতুন করে বাস ছেড়ে যাবে না। যে বাসগুলো রাস্তায় আছে সেগুলো আসার পর আর গন্তব্যে যাবে না। ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রয়োজনে আন্তঃজেলা রুটের বাস চলাচলও বন্ধ করে দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

জানা যায়, রাজশাহীতে বর্তমানে অবস্থানরত বাসের ঢাকার স্টাফরা (যাদের বাড়ি ঢাকায়) আজ রাজশাহী থেকে ট্রিপ নিয়ে ঢাকা চলে যাবেন, তারপর তাদের ট্রিপ অফ হবে। একইভাবে ঢাকায় বর্তমানে অবস্থানরত রাজশাহীর স্টাফরা (যাদের বাড়ি রাজশাহীতে) ঢাকা থেকে ট্রিপ নিয়ে রাজশাহী চলে যাবেন তারপর তাদের ট্রিপ অফ হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.