এসএসসির ওএমআর জমা দেয়ার জরুরি নির্দেশনা
বৃষ্টিতে এসএসসি পরীক্ষা মূল্যায়ন করা উত্তরপত্রের ওএমআর অংশের সুরক্ষায় জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। বৃষ্টির কারণে ওএমআর ভিজে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে পলিথিনে প্যাকেটজাত করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এমন উত্তরপত্রের ওএমআর অংশ বোর্ডে জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ওএমআর পরিবহনের সময় বৃষ্টির পানি লেগে শিট ভিজে যেতে পারে, যা পরীক্ষার্থীদের ফলাফল প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে। তাই এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে উত্তরপত্রের ওএমআর অংশ পলিথিনে মোড়ানো বাধ্যতামূলক করা হয়েছে।
একই সঙ্গে ওই চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করার জন্য ঢাকা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান পরীক্ষক এবং বোর্ড কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, এসএসসি ২০২৫ পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ে বোর্ডে উত্তরপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে।
Comments are closed.