ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে

ঈদ আনন্দের একটি বড় অনুষঙ্গ ‘সিনেমা’। বছরের বাকি সময়গুলো যাই হোক, ঈদের সময়টা অনেকেই পরিবার-পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে যান সিনেমা দেখতে। যে কারণে, প্রতি বছরেই ঈদে নির্মাতা ও প্রযোজকদের মধ্যে হিড়িক পড়ে যায় সিনেমা মুক্তি দেওয়ার। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়।

সেই ধারাবাহিকতায় ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা- ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘উৎসব’, ‘এশা মার্ডার: কর্মফল’ এবং ‘টগর’।

কোন সিনেমা কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, চলুন জেনে নেই এক এক করে…

তাণ্ডব

শাকিব খানের সিনেমা মানেই রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। তার ‘তাণ্ডব’ সিনেমা যে এবারের ঈদে অন্য আর সকল সিনেমা থেকে এগিয়ে থাকবে, সেটা জানাই ছিল। হয়েছেও তাই। সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’।‘তাণ্ডব’ সিনেমার হল লিস্ট‘তাণ্ডব’ সিনেমার হল লিস্টজানা গেছে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে।

বলা প্রয়োজন, শাকিব খানের মতে ‘তাণ্ডব’ সিনেমা রায়হান রাফীর ক্যারিয়ারের সেরা সিনেমা। এমনকি রাফীও মনে করেন, এই সিনেমাটি আসলেই তাণ্ডব চালাবে এই ঈদে।

এদিকে, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে সাবিলা নূরের। শোনা গিয়েছিল, এখানে ক্যামিও চরিত্রে আছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। যদিও এ বিষয়টি নিয়ে সবসময়ই ধোঁয়াশা রেখেছিলেন রাফী।

উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

ইনসাফ

সঞ্জয় সমাদ্দার নির্মিত ‘ইনসাফ’ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। বিশেষকরে চরিত্রগুলোর পোস্টার সিনেমাপ্রেমীদের বেশ কৌতূহলী করে তুলেছে।‘ইনসাফ’ সিনেমার হল লিস্ট‘ইনসাফ’ সিনেমার হল লিস্টজানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমার পর সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘ইনসাফ’। এটি ষোলোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বলা প্রয়োজন, ২৫ এপ্রিল নির্মাতা সঞ্জয় সমাদ্দার এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছিলেন, “ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!”

উল্লেখ্য, ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

 

নীলচক্র: ব্লু গ্যাং

‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে আসছেন আরিফিন শুভ। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী।

একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে নির্মিত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’।

জানা গেছে, দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমার হল লিস্ট‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমার হল লিস্টমিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভ এবং মন্দিরা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন  ফজলুর রহমান বাবু।

 

উৎসব

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব’। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির জোর প্রচারণা চালানো হয়েছে। সিনেমার ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’

জানা গেছে, ‘উৎসব’ সিনেমাটি মুক্তি পাচ্ছে মোট সাতটি প্রেক্ষাগৃহে।‘উৎসব’ সিনেমার হল লিস্ট‘উৎসব’ সিনেমার হল লিস্টউল্লেখ্য, দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় হাজির হলেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।

 

এশা মার্ডার: কর্মফল

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। অবশেষে এটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়।‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার হল লিস্ট‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার হল লিস্টজানা গেছে, যমুনা ব্লকবাস্টারসহ ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

উল্লেখ্য, সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

 

টগর

গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব ছিলেন ‘টগর’ সিনেমার টিম। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। এই সিনেমায় জুটি হয়েছেন আদর আজাদ ও পূজা চেরি।‘টগর’ সিনেমার হল লিস্ট‘টগর’ সিনেমার হল লিস্টএই সিনেমাটি দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

You might also like

Comments are closed.