ইসরায়েলি বাহিনী আমাদের অপহরণ করেছে: গ্রেটা থুনবার্গ

গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ থেকে রেকর্ড করা এক ভিডিও বার্তায় সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের জাহাজ আটকে দিয়েছে। তিনি একে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সহায়তা কামনা করেন। খবর আল জাজিরা

এই ভিডিওটি ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আগেই রেকর্ড করা হয়েছিল বলে জানা গেছে। ভিডিওতে গ্রেটা তার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে, তার ও তার সহযাত্রীদের মুক্তির ব্যবস্থা করতে।

গাজার দিকে রওনা হওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’কে আটক করেছে ইসরায়েল। ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ১৩ জন ছিলেন।

আটকদের মধ্যে রয়েছেন- বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের নেতৃত্বেদানকারী ২২ বছর বয়সী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক ও কর্মী বাপতিস্ত আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ব্রাজিলিয়ান কর্মী ও ফ্রিডম ফ্লোটিলা ব্রাজিলের সমন্বয়ক থিয়াগো অ্যাভিলা, ফরাসি-ফিলিস্তিনি বংশোদ্ভূত, ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির এমইপি রিমা হাসান, তুর্কি মানবাধিকারকর্মী সুয়াইব ওর্দু, এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের আরও কয়েকজন মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সমুদ্র সংরক্ষণকর্মী ছিলেন।

You might also like

Comments are closed.