ইউনূস-তারেক বৈঠকের গুরুত্ব অনেক বেশি: ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১ মধ্যে ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি।

তিনি বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। এটা বড় পলিটিক্যাল ইভেন্ট। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকের গুরুত্ব অনেক। অনেক কিছুর ডাইমেনশনে হতে পারে। স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোন বিষয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে।

ইউনূস-তারেকের বৈঠকে রাজনৈতিক নানা সমাধান হতে পারে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বৈঠকের মধ্য দিয়ে বিভিন্ন সুযোগ তৈরি হবে, তবে সব সমাধান হবে না৷ কারণ ১৫ বছরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে।

ভোটের জন্য এপ্রিল মাস সঠিক না মন্তব্য করে তিনি বলেন, ভোটের জন্য এপ্রিল মাসটা ঠিক না। আশা করি সরকার বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবে। রমজানের পর ভোট হলে ব্যয় দিগুণ হবে।

তিনি আরও বলেন, সরকার বিএনপি তাদের আর্দশ অনুযায়ী সংস্কারের প্রস্তাবনা ও সমর্থন দিচ্ছে। অন্য কোন রাজনৈতিক দলের মন মতো হবে না। আলোচনার মাধ্যমে ঐক্যমত হবে যেসব তা নিয়ে বাস্তবায়ন হবে, বাকিগুলো নিয়ে সংসদে আলোচনা হবে।

You might also like

Comments are closed.